কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন বিএনপ’র কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেছেন, ডাকসুর নির্বাচনে ছাত্রলীগের ছেলেরা ভোট দিয়েছে শিবিরকে। আর ডাকসুর ভিসি এবং প্রক্টর ষড়যন্ত্র করে আগেই ব্যালট পেপারে সিল মেরে রেখেছিল। তারা এক্সেস ব্যালট পেপার ছাপিয়েছে। এদেশে ফ্যাসিস্টের দোসরা এখনও বসে আছে।
১৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি হাইস্কুল মাঠে খলিসাকুন্ডি ইউনিযন বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সাচ্চু মোল্লা বলেন, বিভিন্ন প্রশাসনে জামায়ত এতোদিন ফ্যাসিস্টদের মধ্যে ঢুকে তাদের কর্মকান্ড চালিয়েছে। যে ভিপি হলো, জিএস হলো তারা ছাত্রলীগের সাথে মিছিল মিটিং করেছে। অথচ হঠাৎ করে তারা শিবির হয়ে গেল। বিএনপি কখনও দুইনম্বর রাজনীতি করেনা, বিএনপি সহজ-সরল দল, বিএনপি রাজনীতি করে সামনা-সামনি। এদেশের মানুষ জিয়াউর রহমানকে ভালবাসে, এদেশে কৃষি বিপ্লব হয়েছে সেই কৃষি বিপ্লবের উদ্যোক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
তিনি বলেন, দল নমিনেশন তাকেই দিবে আপনারা যার পক্ষে থাকবেন। অলরেডি সারা বাংলাদেশে তদন্ত হয়েছে কার অবস্থান ভালো। আরো হয়তো তদন্ত হবে, জনগণ যার পক্ষে থাকবে তারেক রহমান তাকেই ধানের শীষ উপহার দিবে।
খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানসহ দৌলতপুর উপজেলা বিএনপি ও স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন, খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক এহসাানুল হক। কর্মী সভায় নেতা-কর্মীদের উপস্থিতিতে জনসভায় রুপ নেয়।
এ জাতীয় আরো খবর..