• আপডেট টাইম : 12/09/2025 10:18 PM
  • 131 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে উদয়নগর বিওপি পদ্মা নদীগর্ভে বিলীন হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান।


তিনি জানান, গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টায় কুষ্টিয় ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ উদয়নগর বিওপি সংলগ্ন পদ্মা নদীতে প্রবল স্রোত ও ঝোড়ো বাতাসের কারণে আকস্মিক ভাঙন দেখা দেয়। মুহূর্তের মধ্যে বিওপির ৭০ শতাংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়।

বর্তমানে শুধুমাত্র একটি ওপি পোস্ট, সিগন্যাল টাওয়ার, গোলঘর ও এমটি গ্যারেজ ব্যতীত অন্যান্য সব স্থাপনা সম্পূর্ণরূপে পদ্মা নদীতে বিলীন হয়েছে। অবশিষ্ট অংশও যেকোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে ইতিপূর্বে গত ১৩-১৫ আগস্ট উদয়নগর বিওপি হতে স্থানান্তরযোগ্য অধিকাংশ সরঞ্জামাদি পার্শ্ববর্তী চরচিলমারী বিওপিতে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে জরুরি ভিত্তিতে অবশিষ্ট অস্ত্র, গোলাবারুদ, অফিসিয়াল নথিপত্র, যানবাহন, চারপায় এবং জনবল নৌকা, ট্রলার ও স্পিডবোটের মাধ্যমে দ্রুত পাশ্ববর্তী চরচিলমারী বিওপিতে স্থানান্তর সম্পন্ন করা হয়। বর্তমানে সকল সদস্য ও গুরুত্বপূর্ণ কন্ট্রোল আইটেম নিরাপদ ও সুর¶িত অবস্থায় রয়েছে বলে তিনি উল্লেখ করা হয়।


তবে সীমান্ত সুর¶ার ¯^ার্থে উদয়নগর বিওপি সংলগ্ন এলাকায় কোনো ধরনের শূন্যতা সৃষ্টি হয়নি। ইতোমধ্যেই সেখানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। বিদ্যমান বড় ইঞ্জিনচালিত নৌকা, স্পিডবোট ও রেসকিউ বোট ব্যবহার করে টহল কার্যক্রম আরও জোরদার করা হযেছে।

পাশাপাশি, উদয়নগর বিওপি’র পূর্ববর্তী অবস্থানের নিকটবর্তী বিকল্প স্থানে একটি নতুন বিওপি নির্মাণের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়াা হয়েছে, যাতে সীমান্ত সুর¶া ও আভিযানিক কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে পরিচালিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...