• আপডেট টাইম : 03/09/2025 07:48 PM
  • 99 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার লক্ষাধীক মানুষের প্রাণের দাবী গড়াই নদে ব্রীজ নির্মানের জন্য ঘোড়াইঘাট পরিদর্শন করেছেন এলজিইডির সদর দপ্তরের প্রকল্প পরিচালক এবাদত আলী। ০৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে তিনি কুষ্টিয়া শহরঘেষে গড়াই নদের ঘোড়াই ঘাটে পৌছান। এসময় এলাকার শত শত নারী পুরুষস্ব গতম জানিয়ে তাকে ঘিরে দ্রুত শহীদ আবরার ফাহাদ নামে ব্রীজ বাস্তবায়নের দাবী জানালে এলজিইডি’র সদর দপ্তরের প্রকল্প পরিচালক এবাদত আলী বলেন, ব্রীজটি নির্মানের গুরুত্ব রয়েছে। এটি হলে এই অঞ্চলের মানুষের উন্নয়ন ঘটবে।

তিনি বলেন, একটি বড় ব্রীজ নির্মানের জন্য সমিক্ষা, পরিকল্পনাসহ যে সময়টুকু লাগবে তার বাইরে বেশি সময় নেওয়া হবে না। অতীত সরকারের মত সময় ক্ষেপন করা হবে না। যত দ্রুত সম্ভব এটা করা হবে। এসময় শহীদ আবরা ফাহাদের পিতা বরকত আলী, কুষ্টিয়া সদর আসনের জামায়াতের প্রার্থী আমীর হামজাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ ৫০ বছর ধরে কুমারখালীর কয়াসহ কুষ্টিয়া শহরঘেষা চারটি ইউনিয়নের মানুষ নদী পার হয়ে শহরে আসার জন্য ঘোড়াইঘাটে ব্রীজ নির্মানের দাবী করে আসছে। বর্ষাকালে নৌকা, আর গ্রীষ্মকালে চড়াটে ও পায়ে হেটে জীবনের ঝুকি নিয়ে গড়াই নদ পার হয়ে তারা শহরে আসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...