নীলফামারী উত্তরা ইপিজেড-এ শ্রমিক হত্যার বিচার ও জড়িতদের শাস্তি এবং আহত-নিহতদের ক্ষতিপূরণ দেয়ার দাবিতে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখা।
৪ সেপ্টেম্বও বৃহস্পতিবার বিকাল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার সদস্যসচিব এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেন।
নেতৃবৃন্দ বলেন, বিনা নোটিশে ছাঁটাই হওয়া শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল, যৌক্তিক বেতন, ওভার টাইমের মজুরি পরিশোধসহ ২৩ দফা দাবিতে ৪ দিন ধরে আন্দোলন করেছে ্এভারগ্রীণ প্রোডাক্টস ফ্যাক্টরির লিঃ এর শ্রমিকরা। সোমবার ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। মঙ্গলবার শ্রমিকরা কাজে যেতে চাইলে ইপিজেডের মূল ফটকেই আটকে দেয়। এর প্রতিবাদে শ্রমিকরা নীলফামারী-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে। এতে ইপিজেডের অন্যান্য ফ্যাক্টরিও অনির্দিষ্টকালের ছুটি দেয়া হয়। এতে অন্যান্য শ্রমিকরাও আন্দোলনে যুক্ত হয়ে যায়। আইন-শৃক্সক্ষলা রক্ষাকারী বাহিনী আন্দোলন দমাতে শ্রমিকদের উপর গুলি চালায়। গুলিতে ১ জন নিহত ও ১০ জন আহত হয়। নিহত হয় উত্তরা ইপিজেডের ইকু ইন্টারন্যাশনাল (স্পিনিং এবং কম্পোজিট) কোম্পানির শ্রমিক হাবিব।
ছাত্র শ্রমিক জনতার রক্তের বিনিময়ে শেখ হাসিনা ফ্যাসিস্ট এর পতন হয়, অন্তবর্তী সরকার ক্ষমতাসীন হয়। অতীতের আওয়ামী লীগ সরকার শ্রমিক আন্দোলন দমনে গুলি, গ্রেফতার, নির্যাতন চালাত। একই প্রক্রিয়া অন্তবর্তী সরকারকে করতে দেখছি। নির্যাতন চালিয়ে কখনও শ্রমিক আন্দোলন দমন করা যায়নি। অবিলম্বে উত্তরা ইপিজেডে শ্রমিক হত্যার বিচার ও জড়িতদের শাস্তি দিতে হবে। আহত-নিহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। #
জেডএ/