• আপডেট টাইম : 03/09/2025 08:20 PM
  • 33 বার পঠিত
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আবার শ্রমিক হত্যা হ’ল। গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজ গড়ার আকাঙ্খা নিয়ে গণঅভ্যুত্থান সংগঠিত হলেও শ্রমজীবী মানুষ এই বৈষম্যের মধ্যেই আছে। নেই চাকরির নিশ্চয়তা এবং কর্মক্ষেত্রে নেই কাজের পরিবেশ। ইতোমধ্যে অসংখ্য কারখানা বন্ধ হয়ে গেছে। নতুন কর্মসংস্থান নাই। কারখানা বন্ধের বিরুদ্ধে কথা বললে শুধু হামলা মামলা নয় গুলি খেতে হচ্ছে। এ অবস্থায় দেশ চলতে পারে না।

নেতৃবৃন্দ নীলফামারী উত্তরা ইপিজেডের শ্রমিকদের উপরে হামলা এবং যৌথ-বাহিনী কর্তৃক গুলি করে শ্রমিক হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ দায় সরকারকে নিতে হবে। এই হত্যার জবাব সরকারকেই দিতে হবে। এই সরকারের আমলে বিগত দিনেও শ্রমিকের রক্ত ঝরেছে তার দায়ও সরকারকে নিতে হবে ।

নেতৃবৃন্দ বলেন আমরা ঢাকা শহরে দেখলাম কেউ কেউ আন্দোলন করলে ঠান্ডা পানি ছিটিয়ে তাদেরকে বরণ করা হয়, আবার শ্রমিকরা আন্দোলন করলে কঠোর অবস্থান নেয়া হয়। মব সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ না নেওয়া সরকার শ্রমিকদের উপরে আঘাত করে প্রমাণ করছে তারা শ্রমিকদের স্বার্থ রক্ষাকারী সরকার নয়।

আজ ৩ সেপ্টেম্বর ২০২৫ বিকাল পাঁচটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের পলিটবুরে‌্যার সদস্য অধ্যপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। সমাবেশ পরিচালনা করেন সিপিবির সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ।

সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, আমরা জানতে পারলাম, নীলফামারীতে উত্তরা ইপিজেডের এভারগ্রিন নামের একটি প্রতিষ্ঠান থেকে সম্প্রতি ৫১ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এ নিয়ে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। এ অবস্থায় শ্রমিকদের বেতন-ভাতা না দিয়ে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য এভারগ্রিন কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এ বিষয়ে ইপিজেডের প্রধান ফটকে নোটিশ টানিয়ে দেওয়া হয়।

গতকাল ২ সেপ্টেম্বর সকাল আটটায় কাজে যোগ দিতে গিয়ে এভারগ্রিন কারখানার শ্রমিকেরা ওই নোটিশ দেখতে পান। ভেতরে ঢুকতে না পেরে তাঁরা ইপিজেডের সামনের সড়কে অবস্থান নেন। এই যে পরিস্থিতির উদ্ভব হলো তার দায় মালিকপক্ষকেই নিতে হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে কারখানা খুলে দেওয়া ও সর্বত্র কাজের নিশ্চয়তার দাবি জানান।
নেতৃবৃন্দ এই হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সাথে নিহত পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনেক কারখানায় অরাজকতা চলছে। অনেকের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হয় না, নিয়মিত বেতন-ভাতা পায় না। এজন্য বিভিন্ন জায়গায় আন্দোলন-সংগ্রাম চলছে। এ অবস্থায় সরকারকে দেশের সর্বত্র নিয়মিতভাবে প্রতিটি কারখানায় বেতন-ভাতা পরিশোধ ও কাজের সুষ্ঠুু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্টন মোড়ে এসে শেষ হয়।

বার্তা প্রেরক-

(লুনা নূর), সম্পাদক-সিপিবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...