• আপডেট টাইম : 05/05/2025 05:49 PM
  • 151 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

শরীয়তপুরের জাজিরায় বিদ্যুৎস্পৃষ্টে শামীম হাওলাদার (২২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার৫ মে বেলা ১১টার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের আফাজ উদ্দিন মুন্সি কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

শামীম হাওলাদার বিকেনগর ইউনিয়নের হাওলাদার কান্দি এলাকার বাচ্চু হাওলাদারের মেজো ছেলে।

 


পুলিশ ও স্থানীয়রা জানায়, শামীম হাওলাদার নামের ওই তরুণ দীর্ঘদিন ধরে নির্মাণশ্রমিকের কাজ করে পরিবারের ভরণপোষণ করে আসছিলেন। সোমবার সকালে আফাজ উদ্দিন মুন্সি কান্দি এলাকায় একটি বাড়িতে নির্মাণশ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। এসময় সে অসতর্কতাবশত বৈদ্যুতিক সংযোগে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে শামীম হাওলাদার নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...