• আপডেট টাইম : 05/09/2022 04:53 PM
  • 425 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর থানায় দায়ের করা অস্ত্র মামলায় জুয়েল হোসেন (৩২) নামে যুবককে ১০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আদালতে আসামীর উপস্থিতিতে এ রায় দেন। রায় প্রদান শেষে দন্ডপ্রাপ্ত আসামীকে কারাগারে প্রেরণ করা হয়।
দন্ডপ্রাপ্ত জুয়েল হোসেন দৌলতপুর উজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চরপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন কশাইয়ের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২৭ জানুয়ারী রাতে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ বিজিবি’র দল টহল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ৪রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিনসহ জুয়েল হোসেনকে আটক করে। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ২৮ জানুয়ারী মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার সাব-ইন্সপেক্টর মোঃ শাহ আলী মিয়া আসামীর বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ বিচারকার্য শেষে আদালত এ রায় দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...