• আপডেট টাইম : 21/08/2022 08:52 PM
  • 541 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার ভেড়ামারায় থানায় দায়ের করা মামদক মামলায় জিয়া (৩৫) নামে একজনকে ১০ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। ২১ আগস্ট রোববার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম আসামীর উপস্থিতিতে এই রায় ঘেষনা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি জিয়া ভেড়ামারা উপজেলার ভবানীপুর বিলসুকা গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৩ নভেম্বর দুপুরে ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়ক সংলগ্ন বারমাইল এলাকার সোনার বাংলা হোটেলের সামনে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী জিয়াকে আটক করে ভেড়ামারা থানা পুলিশ। পরে ভেড়ামারা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।
মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ২৭ ডিসেম্বর মামলা তদন্তকারী কর্মকর্তা ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক মো. মমিনুল ইসলাম জিয়ার বিরুদ্ধে অভিযোগ এনে চার্জশীট দাখিল করেন আদালতে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এ্যাড. অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...